English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ২০:২৭

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলের গাছবাড়িয়া গ্রামের বাদশা মোল্যাকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ গোলাম আজম এ নির্দেশ দেন।

মামলার বিবরণে, ২০১০ সালের মার্চে নড়াইলে লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের বাদশা মোল্যা পাঁচ বছরের শিশুকে মুখ বেঁধে বাড়ির পাশে উচ্ছে ক্ষেতে রাতে ধর্ষণ করে। এ ঘটনায় শিশু বাবা বাদি হয়ে মামলা করেন। সাক্ষ্য শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদশাকে যাবজ্জীবন কারাদন্ড  দেন।