English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ১৯:৫৭

নড়াইলে দুদক কমিশনারকে সম্বর্ধনা জানান পুলিশ সুপার

অনলাইন ডেস্ক
নড়াইলে দুদক কমিশনারকে সম্বর্ধনা জানান পুলিশ সুপার

দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ এফ এম আমিনুল ইসলাম কমিশনার মনোনীত করায় নড়াইল ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়েছে।

শনিবার ( ১৬ এপ্রিল ) সন্ধ্যায় ক্লাবে এ সম্বর্ধনা দেয়া হয়।

নড়াইল ক্লাবের সহ-সভাপতি শরীফ মুনির হোসেনের সভাপতিত্বে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন ও সহ-সভাপতি শরীফ মুনির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, প্রফেসর আব্দুল গফুর, সাবেক সাংসদ সাঈফ হাফিজুর রহমান খোকন, সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার প্রমুখ।

এ সময় গণমাধম্যকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়,সাধারণ সম্পাদক হিমেল মোল্যাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার অনেক সাংবাদিক।