English Version
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৬ ১১:৪৪

নাটোরে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি:
নাটোরে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নাটোর ম্যাপ

নাটোরে দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন, খলিলুর রহমান (৪০) ও শ্যাম পদ (৩৫)। তাদের বাড়ি নাটোরের বরাইগ্রামে।   নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে পিটিআই মোড়ে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।