English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৮:৪১

দুদকের মামলার আসামি বাইরে থাকবে না

অনলাইন ডেস্ক
দুদকের মামলার আসামি বাইরে থাকবে না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কোনো আসামি বাইরে থাকবে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। 

শনিবার (১৬ এপ্রিল) দু’দিনের সফর শেষে সাতক্ষীরা ত্যাগের আগে স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

ইকবাল মাহমুদ বলেন, ১৪ এপ্রিল আমার দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হয়েছে। শ্যামনগর বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা এবং সর্বশেষ প্রান্তে অবস্থিত। এজন্যই এখান থেকে শুরু করলাম। মূলত টেকনাফ, তেতুলিয়া, জকিগঞ্জ ও শ্যামনগর-দেশের চার প্রান্ত একই সুতায় গেঁথে আমরা দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করবো। 

তিনি বলেন, দুদকের মামলার কোনো আসামি বাইরে থাকবে না। কোর্ট থেকে জামিন নিয়ে এসেই বাইরে থাকতে হবে। দুদকে প্রায় তিন হাজার মামলা রয়েছে, যার প্রত্যেকটিই প্রাথমিকভাবে সত্য। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট হবে এবং সাজা হবে। কারণ প্রত্যেকটিই আগে অনুসন্ধান করা। এছাড়া প্রায় আড়াইহাজার অভিযোগের অনুসন্ধান চলছে।  

দুদক চেয়ারম্যান বলেন, মানুষকে জেলে ভরেই যে দুর্নীতি প্রতিরোধ সম্ভব, আমি তা মনে করি না। দুর্নীতির বিষয়গুলোতে মানুষকে সচেতন করা দরকার। তিনি বলেন, যাদের বয়স বেশি হয়ে গেছে, তাদের ফেরানো কঠিন। কিন্তু যারা বাচ্চা, তারা কাঁদামাটির মতো। তাদের যেভাবে গড়ে তোলা হবে, সেইভাবেই গড়ে উঠবে। এজন্য দেশের ৮৫ লাখ শিশু শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হবে। এর মধ্যে যদি এক লাখ শিশুও লিফলেট থেকে কিছু শিক্ষা গ্রহণ করে, তবে তাই হবে আমাদের অর্জন। 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, দুদকের নখও আছে, দন্তও আছে। শক্তিশালী আইন ও ক্ষমতা আছে। সমস্যা হলো ক্ষমতা ও আইনে জং পড়েছে। তবে, কাজের মাধ্যমে দুদকের উপর মানুষের আস্থা ফিরে আসবে। 

এ সময় দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক উপস্থিত ছিলেন।

এর আগে দুদক চেয়ারম্যান নিজের শৈশব বিজড়িত আশাশুনি উপজেলা পরিদর্শন করেন।