English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৮:১১

হবিগঞ্জে বজ্রপাতে যুবলীগ সভাপতিসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে বজ্রপাতে যুবলীগ সভাপতিসহ নিহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে পৃথক এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে হঠাৎ জেলার বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের সময় সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক আবিদ আলী (২২) স্থানীয় ঘুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটছিলেন। তখন বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা বুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি রমজান আলী (৪০) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে একই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা মশ্বব আলীর ছেলে দিনমজুর শফিকুল ইসলাম (৩২) গ্রামের নিটকবর্তী স্থানে মাটি কাটছিলেন। দুপুরে ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।