English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৩:৪৯

সাংবাদিক রাজিবের উপরে হামলা

অনলাইন ডেস্ক
 সাংবাদিক রাজিবের উপরে হামলা

শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়ন দশমনতারা গ্রামের সাংবাদিক রাজিব হোসেন রাজনের উপরে সন্ত্রাসীরা হামলা করে। এরা হলেন- আলমগীর হোসেন (২৮) ইচাহাক আকন (৪২)।

পারিবারিক জায়গাজমি নিয়ে পূর্বে থেকে শত্রুমী চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার দুপুর ১.২৫টায় আলমগীর ও তার পিতা ইচাহাক আকন তাকে মেরে ফেলার উদ্দেশ্যে পিছনদিক থেকে আক্রমন চালায়। এসময়ে রাজনকে এলোপাথারি লাঠি সোটা দিয়ে পিটিয়ে তারা দুইজনে আহত করেন। স্থানীয় জনগন এসে রাজনকে উদ্ধার করে।

আলমগীর বলেন, রাজন আর তার মাকে জীবনের তরে শেষ করে আমরা এই স্থানে বসবাস করব। ওকে আর ওর মাকে না মারার আগ পর্যন্ত আমার মনের জালা মিটবে না। আলমগীর এভাবেই এলাকায় সন্ত্রাসী কার্যকালাপ করে বেড়ায়।

দৈনিক বর্তমান এশিয়ার সম্পাদক মাহবুবুর রহমান সাংবাদিকের উপর অপ্রত্যাশীত হামলার তীব্র প্রতিবাদ জানান। এবং প্রসাশনের সঠিক বিচার দাবি করেন।

সাপ্তাহিক বালুচরের সম্পাদক এম এম ওবায়দুর রহমান, দৈনিক ভোরের পাতা ও অনলাইন জাগো নিউজের ছগির হোসেন, মহনা টিভি ও অনলাইন CNN এর মাহবুবুর রহমান সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডামুড্যা সদর হাসপাতালের দায়িত্বরোধ কর্মকর্তা ডা. মোঃ ফয়সাল আহম্মেদ বলেন, তার অবস্থা আশংক্ষা মুক্ত। কিন্তু তার বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত, নীলাফুলা হয়ে গেছে। আশাকরি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।

ডামুড্যা থানা মামলা তদন্তকর্মকর্তা এস আই মাসুদ বলেন, আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। আমরা এর সঠিকভাবে তদন্তর ব্যবস্থা নিব।