English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১১:২০

ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে যুবক নিহত

যশোর প্রতিনিধি:
ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে যুবক নিহত

যশোরের মণিরামপুরে মশ্মিমনগর ইউপি চেয়ারম্যানের সংবধর্না অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু আহমেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মণিরামপুর উপজেলার তালসারি গ্রামের মোস্তফার ছেলে।

জানা গেছে, গতকাল রাতে নোয়ালী বড় মসজিদ এলাকায় মশ্মিমনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে আটটার দিকে রাজু আহমেদ অনুষ্ঠানস্থলে যান। এসময় চেয়ারে বসাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক এক পর্যায়ে ওই যুবকরা তাকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।