English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ২০:১৪

দামুড়হুদায় কৃষকের আত্মহত্যা

আব্দুর রহমান(জসিম) চুয়াডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদায় কৃষকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুরের গলাই ফাঁস দিয়ে রবিউল ইসলাম (৬০) নামের এক কৃষক আত্মহত্যা করেছে।

শুক্রবার বেলা ২টার দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী মাঠে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার শ্যামপুর গ্রামের মৃত্য মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে রবিউল ইসলাম বাড়ির পার্শ্ববর্তী মাঠে আম গাছের সঙ্গে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।