English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ১৬:৩৮

ঘুষ না দেওয়ায় বেতন-ভাতা পাননি শিক্ষা কর্মকর্তারা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
ঘুষ না দেওয়ায় বেতন-ভাতা পাননি শিক্ষা কর্মকর্তারা

বেতন ভাতা তুলতে ঘুষ না দেওয়ায় এখন পর্যন্ত মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা পাননি নড়াইল জেলা শিক্ষা অফিসের সেসিপ প্রকল্পের ছয় কর্মকর্তা।

 

নাম না প্রকাশ করার শর্তে, নড়াইল জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক, গবেষণা কর্মকর্তা ও সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজারা বলেন, আমরা মার্চ মাসের ২৭ তারিখে মার্চ মাসের বেতন ও ১০ এপ্রিল বৈশাখী ভাতার কাগজপত্র জেলা হিসাব রক্ষণ অফিসে জমা দেই। এরপর জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর অসিত সাহা ৫% ঘুষ দাবি করেন। আমরা অনেক অনুরোধ করার পর বলেন, ‘আমি একা নয় আরো অডিটরদের এ টাকা দিতে হয় যত কথাই বলেন কেন ৪% না দিলে কোন টাকা দেওয়া হবে না।’

নতুন চাকুরীজীবিদের বেতন ডাবল হয়েছে আমাদের বেতন অল্প বেড়েছে। তার (অডিটর অসিত সাহা) এ ঘুষ চাওয়ার বিষয়টি আমাদের কাছে রেকর্ড করা আছে জানিয়ে কর্মকর্তা আরো বলেন, দীর্ঘ দিন ধরে আমরা বেতনভাতা নিয়ে জেলা হিসাব রক্ষণ অফিসে হয়রানি শিকার হচ্ছি, প্রতি মাসের বেতন আদেশ আসলেও সময়মতো বেতন তুলতে পারি না। এর আগেও নতুন স্কেলে প্রাপ্ত বকেয়াসহ বেতন তুলতে ৫% ঘুষ দাবি করে।

এ ব্যাপারে জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর অসিত সাহার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে করেন। ঘুষ চাওয়ার বিষয়টি রেকর্ড করা আছে জানালে মোবাইল সংযোগটি কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।