English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১২:০৪

কালীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র মৃত্যু

বদলুল আলাম জাদু, লালমনিরহাট প্রতিনিধি:
কালীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আলামিন হোসেন (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ( ১৩ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাজরানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র উপজেলার ভোটমারী ইউনিয়নের শহিদার রহমানের ছেলে। এবং হাজরানিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র। এলাকাবাসী জানান, লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কের ভোটমারীর হাজরানিয়া বাজরের সামনে থেকে পার হবার সময় বিপরিত থেকে আসা মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকের নিচে স্কুল ছাত্র পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স’লে মারা যান স্কুল ছাত্র আলামিন হোসেন। এসময় ঘাতক ফরিদপুর -ট ১১-০২৯৫ ট্রাকটি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে আটক করে। পরে কালীগঞ্জ থানায় খবর দিলে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্রের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।