English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ২০:৫৬

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তার মোড় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার বিকেল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।