English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ২০:৪৩

চৈত্রের খরতাপে বৈশাখী ইলিশ

অনলাইন ডেস্ক
চৈত্রের খরতাপে বৈশাখী ইলিশ

পহেলা বৈশাখকে সামনে রেখে নড়াইল হাট-বাজারে লাগামহীন ইলিশের দাম। ৪ মণ ধানে মিলছে ১ কেজি ইলিশ মাছ। ইলিশ নামের শব্দটাই যেন মুখ থেকে বেরিয়ে আসতে কষ্ট হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের। তারপরেও ইচ্ছা জাগে বৈশাখের দিনে এক টুকরো ইলিশ আর পান্তা ভাত।

অনেকেই ইলিশের বাজারে ঢুকতেই চোখে মুখে অন্ধকার ছাপ। কেউ কিনছে, কেউবা না কিনেই বাড়িতে ফিরছে। এ কারণে অনেকেরই মুখ ফুসলে বেরিয়ে আসছে ‘চৈত্র খরতাপ ইলিশে, কেমনে কিনবো ইলিশ’।

নড়াইলের ৩ উপজেলার হাট-বাজারে ঝুট-ঝাট কিছু ইলিশ চলছে কেনাবেচা। সে ইলিশের দাম কয়েকগুন বেড়েছে। বৈশাখের আরো ১ দিন বাকি থাকলেও বাজারগুলোতে ইলিশের চাহিদা বেশি। সে কারণে বিক্রেতারা বেশি দামেই এসব ইলিশ বিক্রি করছেন। কেউবা আবার টাকা থাকলেও ইলিশ কিনতে পাচ্ছেন না সরবরাহ কম থাকায়।

এদিকে বর্তমান ধানের বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫’শ টাকা। আর কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২৫’শ টাকা দরে। সে কারণে ১ কেজি ইলিশ কিনতে প্রায় ৪ মণ ধান খোয়াতে হচ্ছে কৃষকদের।

মাছ বিক্রেতা দছিজল মিয়া বলেন, সামনে পহেলা বৈশাখ। সবাই ইলিশ মাছ কিনছে। কিন্তু চাহিদা ও সরবরাহ কম থাকায় দামটা একটু বেশি।

নড়াইল সদর উপজেলার কাগজীপাড়া গ্রামের ইলিশ ক্রেতা জাহাঙ্গীর শেখ বলেন, বৈশাখের দিনে পান্তা ইলিশ কে না চায়! ছেলে বুড়ো কেউ দিনটির আনন্দ হাতছাড়া করতে চান না। তাই ছোট হোক বা বড় হোক ইলিশ তো কিনতেই হবে।

জেলার বাজারগুলোর মধ্যে দুই একটি বাজারে বড় ইলিশ থাকলেও প্রায়ই বাজারে জাটকা ইলিশে ভরপুর। তারপরেও বৈশাখকে সামনে রেখে ক্রেতা কম নয়।