English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ২০:২৬

তুচ্ছ ঘটনায় সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
তুচ্ছ ঘটনায় সড়ক অবরোধ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাক দাড় করিয়ে ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করেছে প্রভাবশালীর ট্রাক মালিক মঞ্জু।

মঙ্গলবার(১২এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধা উপজেলার বন্দর বাস্ট্যান্ডে এ সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন ট্রাক মালিক মঞ্জু। এদিকে ট্রাক মালিকের তুচ্ছ ঘটনার অবরোধে ক্ষিপ্ত হয়ে উঠে সাধারন মানুষ।

স্থানীয়রা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাক মালিকের দাপটে এমন প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। সন্ধ্যার পরে ঢাকাগামী বাস যাত্রীরা পরে ভেগান্তিতে। রাস্তার দু-ধারে আটকে পড়ে কয়েকশত ইজি-বাইক সহ ট্রাক ও বাস।

মঞ্জুর ট্রাক ড্রাইভার আব্দুর রহমানের জানান, আমার উপর লাঠি দিয়ে আঘাত করেছে। আমি কেন অপরাধ করিনি, হাতিবান্ধা বন্দরে বাস স্ট্যান্ডে আসলে জ্যামের কারনে আমি আমার সাইটে দাড়িয়ে পড়ি। আমাকে লাঠি দিয়ে আঘাত এবং গাড়ী উপর হামলা করার অপরাধে থানায় মামলা করবো।

এ ব্যাপারে সয়ফলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি তাহাকে এমন কিছু করি নাই যে তারা রাস্তাটি অবোরধ করবে। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস গুলো আসায় জ্যামের সৃষ্টি হয়। আর এই জ্যামে রাস্তায় কোন সমস্যার সৃষ্টি না হয় তার জন্য আমার যতটুকু বলার বা দ্বায়িত্ব আমি তাই পালন করেছি।

ঘটনাস্থলে উপস্থিত গাড়ির মালিক মঞ্জুর সাথে কথা হলে তিনি জানান, কেন বিনাকারনে আমার ড্রাইভারের শরীরে ও গাড়িতে আঘাত করবে? আমি তার বিরুদ্ধে থানায় মামলা করবো।

এ ব্যাপারে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে রাস্তা থেকে ট্রাক সড়িয়ে ফেলে অবরোধ তুলে দেওয়া হয়।