English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ২০:০২

কড়া নাড়ছে বৈশাখ

আল-মামুন
কড়া নাড়ছে বৈশাখ

এসো হে বৈশাখ এসো এসো... দেখতে দেখতে চলে এলো অার একটি নতুন বছর। আর মাত্র এককদিন পরই বাঙালির আনন্দের দিন পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনটি মনের রঙে সাজিয়ে তুলতে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ।

সমানতালে বৈশাখ কেন্দ্রিক তৈরি পাঞ্জাবি, শাড়ি, থ্রিপিস কেনাকাটায় দলবেঁধে ঘুরে বেড়াচ্ছেন এক দোকান থেকে আরেক দোকানে। ক্রেতাদের পদভারে নীলফামারীর বিভিন্ন বিপনী বিতানগুলো বেচাবিক্রি জমে উঠছে। পহেলা বৈশাখ বাঙালীর এই ইতিহাস ঐতিহ্য ধরেই বাংলাদেশ সামনে এগুবে আর সে জন্যে আজও বাঙ্গালীর আপন অস্তিত্বকে তুলে ধরার এতো ব্যাকুলতা।

আজ বুধবার ৩০ চৈত নীলফামারীর বিভিন্ন বিপনী বিতানগুলো ঘুরে দেখা গেছে, বৈশাখে মেয়েদের লাল-সাদা শাড়ির পাশাপাশি রয়েছে নানা ডিজাইনের নজরকাড়া পোশাক। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে বসেছে বাহারি চুড়ি-মালার পসরা। বাঙালি ললনারা বৈশাখের পোশাকের সাথে মিলিয়ে কিনছে রকমারি সব মালা, চুড়ি, কানের দুল, টিপ, চুলের ফিতাসহ সাজের নানা সামগ্রী।

নীলফামারীর  নিউ সুপার নিউমার্কেটের একটি চুড়ির দোকানে আসা আফসানা হক বলেন, “বৈশাখের শাড়ি কেনা শেষ, শাড়ির সাথে মিলিয়ে চুড়ি আর মালা কিনতে এসেছি। দেশীয় ঐতিহ্যকে নিজের মধ্যে ধারণ করে বাংলা নববর্ষকে বরণ করে নিতে কোন কিছুর অপূর্ণতা রাখতে চাই না। প্রিয়জনদের জন্য পছন্দের পোশাক কিনতে সবাই ছুটছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের মত এবারও বেচাকেনা ভাল। সুতি দেশিয় নানা ডিজাইনের পোশাক বিক্রি হচ্ছে বেশি। বৈশাখের আনন্দকে বাড়িয়ে দিতে নীলফামারীর বিপনী বিতানগুলো সাজানো হয়েছে নতুন নতুন পোশাকে।