English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৯:৪০

নববর্ষের র‌্যালীতে বাধা দেয়ায় মানববন্ধন

অনলাইন ডেস্ক
নববর্ষের র‌্যালীতে বাধা দেয়ায় মানববন্ধন

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় সাংগ্রাই ও বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে র‌্যালী করতে না দেওয়ায় পার্বত্য জনসংহতি সমিতিকে দায়ী করে মানববন্ধন করেছে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখা ও অংগ সংগঠন।

বুধবার সকাল ১১টায় শহরের শাপলা চত্তরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে সংগঠনটি।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কংচাইরী মারমা, সহ-সভাপতি সুইলা মারমা,সাধারণ সম্পাদক কংজরী মারমা, পানছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কংজরী মারমা প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ ঘটনার জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সন্তু লারমা বাহিনী দায়ী করে নেতৃন্দরা বলেন, পাহাড়কে এক পেশী শক্তি ব্যবহার করে সন্ত্রাসী সংগঠনটি চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করার পরও সরকার তাদের বহাল তবিয়তে রেখেছে।

এ সময় অবৈধ অস্ত্র উদ্ধারসহ দুস্কৃতিকারীদের আটকের দাবী জানান তারা। অন্যতাই অচিরেই কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন উপস্থিত নেতাকর্মীরা।