English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৯:১০

তামাকের উপর কর বাড়ানোর দাবীতে শরীয়তপুরে মাববন্ধন

অনলাইন ডেস্ক
তামাকের উপর কর বাড়ানোর দাবীতে শরীয়তপুরে মাববন্ধন

শরীয়তপুরে তামাকের উপর কর বাড়ানোর দাবীতে র‌্যালী, মাববন্ধনসহ স্মারকলিপি প্রদান করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০ এ র‌্যালী শুরু হয়। তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ), নারী শক্তি উন্নয়ন সংস্থা, নারী বিকাশ কেন্দ্র (এনবিকে) ও এসডিও-র যৌথ উদ্যোগে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

র‌্যালী ও মাববন্ধন পরিচালনা করেন এসডিও এর নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারক লিপি প্রদান করা হয়।

র‌্যালী, মাববন্ধনে ও স্মারকলিপি প্রদান শেষে বক্তারা বলেন, তামাকের উপর শুল্ক নীতি গ্রহনের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। আমরা আসা করি মাননীয় প্রধানমন্ত্রী এ উদ্যোগকে দ্রুত কার্যকর করবেন। আগামী অর্থ বছরে সকল তামাক পন্যের উপর কর বৃদ্ধি করা হউক।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান এড. রওশন আরা বেগম, চলচ্চিত্র নির্মাতা জাহিদ হাসান, নারী বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নাসিমা বেগম, সাংবাদিক, আইনজীবী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা।