English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ২০:০০

প্রতিমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে জিডি

সিপন
প্রতিমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে জিডি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনের পূত্র এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নায়ন ও সমবয় মন্ত্রালয় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার ছোট ভাই মহিউল ইসলাম মহির বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী (জিডি) হয়েছে।

ডায়েরীতে উল্লেখ আছে, গত ১০ এপ্রিল রোববার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নায়ন ও সমাবয় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার ছোট ভাই মহিউল ইসলাম মহি ০১৭১১১২২২৯৪ নং মোবাইল থেকে সোহাগের ব্যক্তিগত ব্যবহৃত মোবাইলে কল দিয়ে হুমকি দেন। এর পরের দিন সোমবার (১১ এপ্রিল) হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডাইরী করেছে এমপি’র পুত্র মাহমুদুল হাসান সোহাগ। যার ডাইরী নং-৫১০।

এ বিষয়ে মাহমুদুল হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নায়ন ও সমবয় মন্ত্রলয় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার ছোট ভাই মহিউল ইসলাম মহি আমাকে মোবাইলে হুমকি দিয়ে বলে আমাকে ও আমার বাবাকে রাস্তা পথে আটক করে মারধর করবে। এ ব্যাপারে আমি থানায় একটি সারাধন ডাইরী করেছি।

এ বিষয়ে মহিউল ইসলাম মহি ফোন করার কথা অস্বীকার করে বলেন, আমি তাকে ফোন করিনি বরং সোহাগ আমাকে ফোন করেছিল। ওই সময় আমি শুধু তাকে বলেছি। আজকের যে অবস্থা হয়েছে তুমিসহ তোমার বাবা মার খেতে। যাক ভোটের পরেও সব কিছু নিয়ন্ত্রন আছে এটাই বেশি। আর আমি তাকে কেন ফোন করতে যাবো। সে আমার ভাতিজা, আমি তাকে হুমকি দেইনি বা কেনোই দেব।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আব্দুল মতিন প্রাধান সাংবাদিকদের জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরী হয়েছে।