English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১৯:৩১

বিধি ভঙ্গের অভিযোগে এলাকা ছাড়লেন এমপি

সুমন
বিধি ভঙ্গের অভিযোগে এলাকা ছাড়লেন এমপি

নীলফামারী ১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচড়নবিধি ভঙ্গ ও প্রভাব বিস্তারের অভিযোগ নিয়ে অবশেষে এমপি এলাকা ছেড়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ডিমলার নিজ বাসভবন থেকে গাড়ী যোগে এমপি সৈয়দপুর বিমানবন্দর যান। সেখান থেকে সকাল ১১ টায় ইউএস বাংলার বিমানে ঢাকা গমন করেন।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্বাক্ষর সম্বলিত সাংসদ আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের নিকট প্রেরন করেছিলেন ।

সে কারনেই প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সাংসদ আফতাব উদ্দিনকে তলব করা হয়। অভিযোগে বলা হয় উক্ত এমপি ডিমলা উপজেলা শহরের নিজ বাস ভবনে বসেই প্রভাব খাটানো, প্রতিদ্বন্দি প্রার্থীদের কর্মীদের ডেকে নিয়ে ভয় ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছিল।

এমন কি নির্বাচনে যারা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের বাড়িতে ডেকে নিয়ে আ.লীগের প্রার্থীদের বিজয় করার নির্দেশ দিয়েছেন। এতে অভিযোগকারী প্রতিদ্বন্দি প্রার্থীরা নির্বাচনটি প্রহসনের আশঙ্কায়। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে তৃতীয় দফায় আগামী ২৩ এপ্রিল ডিমলা উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন প্রভাবমুক্ত ও অবাধ সুষ্ঠু পরিচালনার দাবি করে ওই অভিযোগ পত্র ইসির নিকট প্রেরন করেছিল।

এমপির এ ধরনের ভুমিকা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসেও অভিযোগ করেন প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনের কাছে ডিমলার বিভিন্ন প্রতিদ্বন্দি প্রার্থীদের অভিযোগের কার্য্যকারিতা হিসাবে এমপি আফতাব উদ্দিন সরকারকে তলব করা হয়। ফলে মঙ্গলবার এলাকা ছেড়ে ঢাকা গমনে বাধ্য হন তিনি ।

জানা যায়, ঢাকা যাওয়ার প্রাক্কালে এমপি ডিমলার দলীয় নেতাকর্মী ও ৭ ইউনিয়নের প্রার্থীদের তার ডিমলা বাসভবনে সকাল ৮ টায় ডেকে আনেন। সেখানে সকাল ৯টা পর্যন্ত তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে এমপি, ইসির নিকট তার বিরুদ্ধে অভিযোগ ও তলবের বিষয়টি অবগত করেন নেতাদের।