English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১৮:০৫

চাঁদনী হত্যার বিচার দাবীতে শরীয়তপুরে সড়ক অবরোধ

রাজন
চাঁদনী হত্যার বিচার দাবীতে শরীয়তপুরে সড়ক অবরোধ

চাঁদনী আক্তার হেনা হত্যার বিচার না পাওয়ায় শরীয়তপুরের কাজিরহাট মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন দক্ষিণ ডুবলদিয়া আবদুর রাজ্জাক স্কুল এন্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নারী নির্যাতন দমন চাঁদনী মঞ্চের আহবায়ক জামাল মাদবর জানান, সকালে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নারী নির্যাতন দমন চাঁদনী মঞ্চ ঢাকা-শরীয়তপুর মহাসড়কের কাজিরহাট পয়েন্ট এ শান্তিপূর্ণ মানববন্ধনের আহবান জানান। কিন্তু পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা প্রদান করে তাই বিক্ষুব্ধ জনতা দাবী আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।

দক্ষিণ ডুবলদিয়া আবদুর রাজ্জাক স্কুল এন্ড কলেজের ছাত্র শামীম বলেন, যদি আগামী এক সপ্তাহের মধ্যে কোন বিচার কাজের সুরাহা না হয় তাহলে আমরা সারা শরীয়তপুরের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করতে বাধ্য হবো।

পরে তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের ঘরেও চাঁদনীর মত মেয়ে রয়েছে। তাদের নিরাপত্তার কথা ভেবে চাঁদনী হত্যাকান্ডের দ্রুত বিচার নিশ্চিত করুন। নয়তো হায়নার ছোবল আপনার আমার পরিবারের উপরও আসতে পারে।

জাজিরা থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ উঠিয়ে নেন।

উল্লেখ্য, ছোট মুলনা গ্রামের আজগর খানের মেয়ে "চাঁদনী আক্তার" গত ১১ মার্চ প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর একই শ্রেনীর ছাত্রী পাখি আক্তারের সাথে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়। এরপর থেকে চাঁদনীকে আর খুজে পাওয়া যাচ্ছিলো না। ৩দিন পর ১৩ মার্চ শুক্রবার দুপুরে একই এলাকার মফিজুল সিকদার নামে এক ব্যক্তি বড় মূলনা খাল পাড়ে স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখেন।

তারপর তিনি চাঁদনীর পরিবার ও স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ পরিবারের সদস্য স্থানীয় লোকজন মিলে অনেক খোজাখুজি করে খালের পাড়ে চাঁদনীর ক্ষত-বিক্ষত লাশ পায়। ময়নাতদন্ত রিপোর্টে বের হয়ে আসে, দুস্কৃতিকারীরা মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও মামলার চার্জশীট প্রকাশ করেনি তদন্ত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ।