English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১৫:২৭

ভয় দেখিয়ে কিশোরীকে দীর্ঘদিন ধর্ষণ

উজ্জ্বল রায়
ভয় দেখিয়ে কিশোরীকে দীর্ঘদিন ধর্ষণ

 

নড়াইলে কওমী মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে। এখন ওই ছাত্রীই ৮ মাসের অন্তঃস্বত্বা। অবশ্য এ বিষয়ে শনিবার (৯ এপ্রিল) রাতে অনাগত সন্তনের পিতৃত্বের দাবীতে ধর্ষিতা শালিসী সভার আয়োজন করা হলেও পুলিশের ভয়ে তা পন্ড হয়ে যায়। ফলে বিচার না পেয়ে লোক লজ্জ্বার ভয়ে তানিয়া অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছে।

এলাকাবাসী সূত্রে, উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আনোয়ার মোল্যার ছেলে সোহাগ মোল্যা দীর্ঘদিন ধরে প্রতিবেশি সানোয়ার মোল্যার মেয়ে রঘুনাথপুর এসএইচবিআর আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া খানমকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছিল। এক পর্যায়ে তানিয়া ৮ মাসের গর্ভবর্তী হয়ে পড়ে। কুমারী তানিয়ার গর্ভবর্তীর বিষয়টি ফাঁস হয়ে পড়লে এলাকায় তোল পাড়ের সৃষ্টি হয়।

এদিকে, অনাগত সন্তনের পিতৃত্বের দাবীতে তানিয়াসহ তার পরিবার মাতুব্বর কামরুল মোল্যা, মফিজার, টিপু সুলতানের কাছে একাধিক বার বিচার দিলেও বিষয়টির কোন সুরাহা হয়নি।

স্থানীয় মাতুব্বর টিপু সুলতান জানান, ‘সামাজিক ভাবে সৃষ্ট ঘটনার মীমাংশা করতে চেয়েছিলাম, কিন্তু ধর্ষকসহ তার পরিবারের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি’।

ধর্ষকের ভয়ে তানিয়ার পিতা সানোয়ার মোল্যা কৌশলে গর্ভবর্তীর বিষয়টি এড়িয়ে যান’। ধর্ষক সোহাগ মোল্যা বর্তমানে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।