English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ০৯:২৭

নিখোঁজের ১৬ দিন পর তনুর ভাইয়ের বন্ধুকে পাওয়া গেছে

কুমিল্লা প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের ১৬ দিন পর তনুর ভাইয়ের বন্ধুকে পাওয়া গেছে
তনুর ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগকে নিখোঁজের ১৬ দিন পর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজার এলাকায় তাকে পাওয়া গেছে।

সোহাগের চাচা আব্দুল খালেক বলেন, আজ সকালে নাজিরাবাজার এলাকায় তাকে পাওয়া গেছে। তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল। কে বা কারা তাকে রেখে গেছে তা তিনি বলতে পারেননি।

মিজানুর রহমান সোহাগ বলেন, প্রথম কয়েকদিন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। তখন আমার হাত ও চোখ বাঁধা ছিল। তারা মাঝে মধ্যে আমাকে খাবার দিতো।

তিনি বলেন, গতকাল রাতে আমি ঘুমে ছিলাম। এরপর আমি কীভাবে নাজিরাবাজার এলাকায় এসেছি বা কারা আমাকে এখানে রেখে গেছে আমি বলতে পারব না।

এদিকে তনু হত্যাকাণ্ডের সঙ্গে সোহাগের নিখোঁজ হওয়ার পেছনে কোনো যোগসাযোগ আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। চাঞ্চল্যকর তনু হত্যাকাণ্ডের মামলাটি সিআইডি তদন্ত করছে।