English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ২০:৩১

পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

অনলাইন ডেস্ক
পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

 

পাহাড়বাসীর ঐতিহ্যবাহী প্রাণের উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

সোমবার সকাল সাড়ে ৯টায় পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালি ও বৈসাবি উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বর্ণাঢ্য র‌্যালীতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মজিদ আলী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের প্রতিনিধি সদর জোন কমান্ডার লে.কর্নেল হাসান মাহমুদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা-হাবিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, পাজেপ সদস্য জাহেদুল আলম, রেস্রাচাই চৌধুরী,মংশেইপ্রু চৌধুরী অপু,এড. আশুতোষ চাকমা, নির্মলেন্দু চৌধুরী,পাজেপ মহিলা সদস্য নিগার সুলতানা,শতরূপা চাকমা, সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার, উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরাসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।

র‌্যালীটি বিভিন্ন সম্প্রদায়ের তরুন-তরুনী ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে বর্ণিল পোশাকে র‌্যালীতে অংশ নেয়। এ সময় আনন্দ মুখোর হয়ে উঠে খাগড়াছড়ি।

এদিকে ১২ এপ্রিল মঙ্গলবার নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে মূলত খাগড়াছড়িতে শুরু হবে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি। ঐদিন সকালে চেঙ্গী নদীতে ফুল ভাসানো হবে।

১৩ এপ্রিল চাকমা স¤প্রদায়ের মূল ‘বিঝু’ আর পহেলা বৈশাখ বা ‘গজ্জাপয্যা’। ঐদিন ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন।মারমা স¤প্রদায়ের সাংগ্রাই ও পানি উৎসব।

১৪ এপ্রিল পালিত হবে বাংলা নববর্ষের র‌্যালীসহ রয়েছে নানা কর্মসূচী।