English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ১৯:৫৫

যুবকের পায়ুপথে হেরোইন

অনলাইন ডেস্ক
যুবকের পায়ুপথে হেরোইন

সিরাজগঞ্জ ষ্টেশনের জিআরপি থানা এলাকায় তল্লাশী চালিয়ে এক যুবকের পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন। আটক যুবক নাজিম উদ্দিন (৩৫) টাঙ্গাইলের এলেঙ্গা থানার ফটিকজানি গ্রামের মুনজুর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, যুবক নাজিম উদ্দিন শহরের রেলওয়ে কলোনী থেকে ১০ গ্রাম হেরোইন ক্রয় করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তল্লাশী চালিয়ে তার পায়ুপথে বেলুন দিয়ে পেঁচানো অবস্থায় ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।