English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ১৭:৩৩

নীলফামারীতে বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
নীলফামারীতে বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নীলফামারীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন । 

সোমবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার কিশোরীগঞ্জ উপজেলার ভিন্নজগত সড়কের ছগিরবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, একটি মোটর সাইকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী পাঠানপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মাসুদ খান (২৫) ও এনামুল হকের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আব্দুল কাইয়ুম (১৯) সহ দুই চাচাতো ভাই কিশোরীগঞ্জ উপজেলা শহরে আসছিল।

অপর দিকে কিশোরীগঞ্জ উপজেলা শহর থেকে চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে সাবেক বিজিবি সদস্য বিপ্লব মিয়া (৩০) মোটরসাইকেল যোগে নিজবাড়ি ফিরছিল।

এসময় দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে নিহত হয় বিপ্লব ও কাইয়ুম। গুরুত্বর অাহত মাসুদ খানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরীগঞ্জ থানার (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুই লাশ উদ্ধার ও আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।