English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ০৯:৪৬

গৌরনদীতে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ আটক ১৪

বরিশাল প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
গৌরনদীতে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ আটক ১৪
শিবিরের কেন্দ্রীয় নেতাসহ আটক ১৪

নাশকতা সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠক করার সময় শিবিরের কেন্দ্রীয় নেতাসহ ১৪ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার দিবাগত রাতে গৌরনদী উপজেলার কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করে পুলিশে সোর্পদ করা হয়।   স্থানীয় সূত্র জানায়, শিবিরের নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ওই ভবনে তল্লাশি চালায়। এসময় ভবনের একটি কক্ষে গোপন বৈঠকরত অবস্থায় ছাত্রশিবিরের গৌরনদী উপজেলা সভাপতি মো. সবুজ হাওলাদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি ও খুলনা বিভাগীয় সভাপতি আজাদুল ইসলাম, শিবির ক্যাডার তামিম, আবু সালেহ, আরিফুল ইসলাম, বায়জিদ মাতুব্বর, মামুন বেপারী, আব্দুল্লাহ আল জুবায়ের, মনিরুল ইসলাম, শরীফ মৃধা, আজিজুর রহমান, জিহাদুল ইসলাম, আমিনুল ইসলাম, তরিকুল ইসলামকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃত অন্যান্যদের নাম জানা যায়নি।   গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আটককৃতদের জিজ্ঞাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'