English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৯:২৮

গুইমারায় ঘর পুড়ে ছাই

আল-মামুন
গুইমারায় ঘর পুড়ে ছাই

খাগড়াছড়ির গুইমারায় অগ্নিকান্ড  বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১০এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে, গুইমারা উপজেলার ৫নং ওয়ার্ড হাজাপাড়া এলাকায় আবুমা মারমার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে বসতঘর ও নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা পুড়ে  ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি ঘর পুড়ে গেছে। সে সাথে নগদ টাকা পুড়ে যাওয়ার বিষয়টি শুনেছেন বলে জানান।