English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ১১:২৫

ফরিদপুরে দুই পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে দুই পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
নিহতদর লাশ পড়ে আছে। উৎসুক জনতার ভিড়

ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুরে মিয়াপাড়া সড়কে মানিক জমাদ্দার (২৮) ও তার শেলক ভরত জমাদ্দার (২৩) নামে দুই পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার ভোররাতের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারা দুজনই পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। ওই এলাকার আলীপুরের হরিজন পল্লীতে বসবাস করতেন তারা।

এলাকাবাসী জানায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় লাশ দুটি মুসল্লিদের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন।

এদিকে নিহত পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদ্দারের বাবা কিশোর জমাদ্দার জানান, ইতিপূর্বে রাতে ওই এলাকায় কাজ করার সময় কিছু লোক (দুর্বৃত্ত) বেশি রাতে কাজ না করার জন্যে হুমকি দিত। তিনি ধারণা করেন, রাতে বিচরণকারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি আরো জানান, নিহতরা রাত ২টা থেকে ৩টার মধ্যে সড়ক পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে এসেছিল।

কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতদের মুখে ও মাথায় কেপের চিহ্ন রয়েছে।