English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ১১:০২

মডেল পৌরসভায় রাস্তার ওপর ফেলা হচ্ছে বাসাবাড়ীর বর্জ্য

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
মডেল পৌরসভায় রাস্তার ওপর ফেলা হচ্ছে বাসাবাড়ীর বর্জ্য

নড়াইল মডেল পৌরসভাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে দিনের বেলায় জমে থাকে ময়লা। মডেল পৌরসভা নামধারী এ পৌরসভায় নেই কোন ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন।

জানা যায়, যার ফলে পৌর কর্তৃপক্ষ মানুষের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা তুলে নিয়ে গিয়ে বিভিন্ন সড়কের পাশে স্তূপাকারে জমা করে রাখে। কিন্তু, পরিচ্ছন্ন কর্মীরা সময় মতো অপসারন না করায় যত্রযত্র দূর্গন্ধ ছড়াতে থাকে। যার ফলে পথচারিরা ও যানবাহন যাত্রীরা নাকে-মুখে কাপড় বা রুমাল চেপে চলতে হয় জনসাধারণকে।

এদিকে যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তপ, অপরিচ্ছন্ন ড্রেন, মশার উপদ্রবসহ নানা সমস্যায় অতিষ্ঠ পৌরসভার জনসাধারণ। ময়লা অপসারনে আধুনিক পদ্ধতি ও পৌর কর্তৃপক্ষের সঠিক ব্যবস্থাপনার অভাবে দূঃসহ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতের মধ্যেই ময়লা অপরাসারণের সিদ্ধান্ত থাকলেও অব্যবস্থাপনার কারনে কিছু জায়গায় ৩-৪ দিন পর্যন্ত তা পড়ে থাকে। ফলে এলাকাভিত্তিক ডাষ্টবিনের বদলে ডেম্পিং পযেন্টের মাধ্যেমে শহর পরিচ্ছন্ন রাখার কার্যক্রম বুমেরাং হয়ে গেছে।

পৌরসভার উদ্যোগে কয়েক বছর আগে এলাকাভিত্তিক ডাষ্টবিনগুলো উচ্ছেদ করে বিভিন্ন সড়কের পাশে কয়েকটি ডাম্পিং পয়েন্টে ময়লা জড়ো করে সকাল ও দুপুরে দুইবার তা অপসারনের সিদ্ধান্ত হয়। কোথাও ড্রেনগুলোতে ময়লা জমে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।ফলে বেড়েছে মশার উপদ্রব। কিছু জনসাধারণ মানুষ বলেন এলাকায় চলাচলের সময় দূরগন্ধ্য হাত থেকে রক্ষা চাই।