English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৬ ০৯:৫০

নড়াইলে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নড়াইলে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

নড়াইলে ঘূর্ণি ঝড় ও শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েক’শ ফলজ ও বনজ গাছ ভেঙ্গে গেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়, এছাড়া বৈদ্যুতিক তারসহ খুটি কয়েক জায়গায় উপড়ে পড়ার কারণে নড়াইল জেলায় ২০ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে জেলার খড়রিয়া, যাদবপুর, জামরিডাঙ্গা, পেড়লি, সাতবাড়িয়াসহ বিভিন্ন গ্রামের ওপর দিয়ে ঘূর্ণি ঝড় ও শিলা বৃষ্টি হয়। ফলে এসব এলাকার উঠতি বোরো ধান মাটির সাথে মিশে যায় এবং ধান ঝরে যায় ও ক্ষতিগ্রস্থ হয়।

এছাড়া এসব গ্রামের অসংখ্য ফলজ ও বনজ গাছ ভেঙ্গে যায়। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, এ ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হয় নি।