English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১৮:২৩

সুনামগঞ্জে আঞ্জু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
সুনামগঞ্জে আঞ্জু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর আঞ্জু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাশ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আ. রহিম, এরশাদ মিয়া, জুলহাস মিয়া, এমরান মিয়া ও মহরম আলী। এদের মধ্যে এরশাদ আলী, জুলহাস ও এমরান পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আঞ্জু মিয়া নিজ গ্রামের আব্দুস সালামের বাড়িতে বসেছিলেন। এসময় শত্রুতার জের ধরে আসামিরা রামদা, সেল, বুজাং নিয়ে তার ওপর হামলা চালিয়ে আঞ্জুকে হত্যা করে।

ওই দিনই ১১ জনের নাম উল্লেখ করে নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

মামলাটির বাদীপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌসুলী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন-অ্যাডভোকেট রুহুল আমিন।