English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১০:৪৫

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু কাউসার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশের একজন উপপরিদর্শকসহ দুই কনস্টেবলও আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাউসার লক্ষ্মীপুর সদরের পশ্চিম লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ইউনুস মিয়ার ছেলে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু কাউসার অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামি। বুধবার দিনগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর তিন নম্বর ব্রিজের কাছে আটক করতে গেলে তিনি পুলিশকে উদ্দেশ করে গুলি ছোড়েন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে কাউসার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার আরো জানান, আবু কাউসারের গুলিতে উপপরিদর্শক (এসআই) কাউসার উদ্দিন চৌধুরী, কনস্টেবল ইব্রাহিম খলিল ও মহসিন খান আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।