English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ২০:২৭

ময়মনসিংহে অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার

অনলাইন ডেস্ক
ময়মনসিংহে অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখলা ইউনিয়ন পরিষদের অপহৃত ইউপি সদস্য শামসুদ্দিন দুলালকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৫ এপ্রিল)  দিবাগত গভীর রাতে নগরীরর মাসকান্দার আমিরাবাদের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে আজ বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ওসি ইমারত হোসেন গাজী।

উদ্ধারকালে ৩ লক্ষ টাকা ও ৩ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরা হচ্ছেন- মফিজুল ইসলাম (২৬) ও আব্দুর রাজ্জাক (৬৪) ও আলেয়া বেগম (৩৫)।

ডিবি ওসি ইমারত হোসেন গাজী জানান, ধানীখলা ইউনিয়নে গিয়ে এই অপহরণ চক্রটি একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য জায়গা কেনার কথা বলে ইউপি সদস্য দুলালকে দাওয়াত দেয়। পরে ইউপি সদস্য দুলালকে মাসকান্দার বাসায় এনে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে বলে। দুলাল গত ৩১ মার্চ ১৫ লক্ষ টাকা নিয়ে ওই বাসায় যায়। এ সময় অপহরণকারীরা এ টাকা নিয়ে আরও ২০ লক্ষ টাকা মুক্তিপণের জন্য দাবি করে।

এ ঘটনায় ইউপি সদস্য দুলালের জামাতা অভিযোগ করলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করে।