English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ২০:১৬
পহেলা বৈশাখে

পান্তা-ইলিশ ছাড়া সব থাকবে ববিতে

অনলাইন ডেস্ক
পান্তা-ইলিশ ছাড়া সব থাকবে ববিতে

 

এবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পান্তা-ইলিশ ছাড়া সবধরনের আয়োজনই থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হাকিম। এবং এদিনে বিশ্ববিদ্যালয়ে পান্তা-ইলিশ সম্পূর্ণভাবে নিষিদ্ধও ঘোষণা করেন তিনি।

আজ বুধবার দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বর্ষবরণ আয়োজনের নানা দিক তুলে ধরে তিনি বলেন, বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে কোথাও পান্তা-ইলিশের মিল আছে বলে জানা নেই আমাদের। গ্রামের মানুষ রাতে ভাত থেকে গেলে তা পানি দিয়ে ভিজিয়ে রাখতো, যাতে নষ্টা না হয়। আর পরের দিন সকালে তা খেতো কিন্তু এটা প্রতিদিন হতো না।

তিনি আরও বলেন, নববর্ষের এ সময়টি হচ্ছে রূপালী ইলিশের প্রজনন মৌসুম। এসময়ে পহেলা বৈশাখ উদযাপনে রূপালি ইলিশ খাওয়া মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা। কাজেই নববর্ষ উদযাপনে পান্তা-ইলিশ ছাড়া সব ধরনের আয়োজনই থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, যোগ করেন উপাচার্য।

তিনি আরো বলেন, বাঙালির এতিহ্য ও বাংলা নববর্ষ উদযাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মেলায় ১৮টি স্টল থাকছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ছাড়াও বাইরের যে কেউ স্টল ভাড়া নিতে পারবে। তবে এজন্য তাকে ন্যূনতম একটি ফি অর্থাৎ টোকেন মানি দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহাবুব হাসান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. শফিউল আলম প্রমুখ।