English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৯:০০

রাবিতে বহিষ্কৃত ছাত্রদের পক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রাবিতে বহিষ্কৃত ছাত্রদের পক্ষে মানববন্ধন

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান প্রকৌশলীসহ তিন কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া তিন ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মো. সালেহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা দ্রুত স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ওই তিন ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে শিবির নানা ঘটনার জন্ম দিয়েছে। এছাড়াও শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা ফারুক হত্যা, অধ্যাপক এস তাহের হত্যাসহ নানা হত্যাকাণ্ডের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ ছাত্রলীগ নেতারা একটা ভুল করেছেন, এর জন্য তারা বারবার ক্ষমাও চেয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সেই ভুলে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছেন।