English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৯:১৯

জেল গেট থেকে ফশিয়ারকে আটক

উজ্জ্বল রায়
জেল গেট থেকে ফশিয়ারকে আটক
নড়াইল জেলারা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার ফশিয়ার রহমানকে নড়াইল জেল গেট থেকে আটক করেছে ডিবি পুলিশ।
 
সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়েছে।
 
জানা যায়, ২০১৬ সালের ২৯ ফেব্রয়ারী নাশকতার একটি মামলায় নড়াইলের একটি আদালতে হাজিরা দেওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর সোমবার হাই কোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার আগেই ডিবি পুলিশ কারাগারের প্রধান ফটোকের ভিতর থেকে তাকে আটক করে। পরে নড়াইল সদর থানায় পাঠায়।
 
নড়াইল ডিবি পুলিশের উপ পরিদর্শক (এস আই) রেজাউল করীম রেজার নের্তৃত্বে এ এস আই হাসান, এএসআই আলমগীর, নারায়ণ, শিমুল শরীফ ও মুরাদের আটকের বিষয় নিশ্চিক করে।
 
কোন মামলায় তাকে আটক করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, এ ব্যাপারে পরে জনানো হবে।