English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৯:০২
মানবাধিকার রক্ষার্থে আমরা স্লোগানে

অনলাইন মিডিয়া ক্লাবের যাত্রা শুরু

এমএজামান
অনলাইন মিডিয়া ক্লাবের যাত্রা শুরু

 

“মানবাধিকার রক্ষার্থে আমরা” এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে জেলা অনলাইন মিডিয়া ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

ক্লাবটির সাংবাদিক উজ্জ্বল রায় ও মোঃ হিমেল মোল্যার ঐকান্তিক প্রচেষ্টায় এই মিডিয়া ক্লাবটি একটি স্বতন্ত্র রূপ লাভ করেছে।

উজ্জ্বল ও হিমেল উভয়ে বলেন, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে পদে পদে মানবাধিকার লংঘন হচ্ছে। অথচ এ ব্যাপারে কারও কোন ভ্রুক্ষেপ নেই। সুবিধাবঞ্চিত এ সব মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একঝাঁক নির্ভিক কলম সৈনিকের অক্লান্ত পরিশ্রমের করে নড়াইলে অনলাইন মিডিয়া ক্লাব গঠন করছে বলে জানান তারা।

নড়াইল জেলা সাংবাদিক উজ্জ্বল রায়কে সভাপতি এবং মোঃ হিমেল মোল্যাকে সাধারণ সম্পাদক করে কমিটির সাংগঠনিক স্থায়ী পদসমূহ নির্ধারণ করা হয়েছে।

অপসাংবাদিকতা রোধ ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ক্লাবটি সদা জাগ্রত থাকবে বলে বিবৃতি দিয়েছেন সভাপতি উজ্জ্বল রায়। নড়াইলের সর্বস্তরের মানুষের সমস্যার কথা কলমের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করাই এ ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বলে তিনি জানান।

ক্লাবটির সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা  বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু বর্তমানে অপসাংবাদিকতার করাল গ্রাসে সাংবাদিক সমাজ আজ মানুষের ঘৃণার পাত্র হয়ে উঠেছে। ঘুষ গ্রহণের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ মানুষের নিকট উপস্থাপন করে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হবো। এছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ক্ষমতানুযায়ী চেষ্টা করবো।

ক্লাবের অন্যান্য সাংবাদিকরা হলেন-  সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান, প্রচার সম্পাদক আল-আমিন, নির্বাহী সদস্য আক্তার মোল্যা।