English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১২:৫৭

ভেড়ামারায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহাতাব উদ্দিন লালন, কুষ্টিয়া প্রতিনিধি:
ভেড়ামারায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ভূমি সেবা সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আজ সোমবার সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রুহুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শিহাব রায়হান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার আবু সালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, রাহিমা আফছার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার-উল-আজিম, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, ভেড়ামারা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিসুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক ও দৈনিক শিক্ষার ভেড়ামারা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইউনিয়নের তহশিলদার, ভূমি মালিক, বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ , ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ গোলাম সরোয়ার।

ইউএনও শান্তি মনি চাকমা সভাপতির বক্তব্যে তিন ‘দ’- (দখল, দাখিলা ও দলিল) সম্পর্কে বলেন এই তিন ‘দ’ ঠিক থাকলেই জমি ঠিক থাকবে। তিনি দালালদের মাধ্যমে কাজ না করিয়ে যেকোনো সমস্যা সমাধানের জন্য তার অথবা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট সরাসরি যোগাযোগের অনুরোধ জানান।