English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১১:৫৮

গাজীপুরে সড়ক নিহত দুর্ঘটনায় দুই ব্যক্তির লাশ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে সড়ক নিহত দুর্ঘটনায় দুই ব্যক্তির লাশ
গাজীপুর ম্যাপ

গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ও বোর্ডবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার হয়েছেন।

সোমবার মধ্যরাতে পৃথক এ দুর্ঘটনা ঘটেছে। তাদের কারো পরিচয় জানা যায়নি। নিহত দুইজনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, সোমবার মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে সাদা পাঞ্জাবি ও চাদর ছিল।

তিনি আরো জানান, প্রায় একই সময় স্থানীয় বোর্ডবাজার এলাকা থেকে অজ্ঞাত আরো একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীর এমনভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে যে তার বয়স ও  পরনে কী ছিল তা বোঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে, কোনো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তার উপর দিয়ে একাধিকবার গাড়ি যাতায়াত করেছে।

খবর পেয়ে রাত দেড়টার দিকে অজ্ঞাত লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।