English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৪:৩২

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পুলিশী বাধাঁয় বিক্ষোভ মিছিল-সমাবেশ পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

আজ সোমবার (৪এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশে করে।  

সমাবেশে এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা যুবদল নেতা মাহবুবুল আলম সবুজ,ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল,তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া,সদর উপজেলা বিএনপির নেতা, নিপু আহম্মেদ,আব্দুর রব রাজা প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, মিথ্যা-মামলা,হামলা দিয়ে বিএনপিকে রোধ করা যাবে না। ক্ষমতাসীন সরকারী দলের এ অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়। তাই প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দরা। এছাড়াও সরকারের এ ফ্যাসীবাদী আচরণের জন্য আচরণের  দায় ভার নিতে হবে বলে হুশিয়ারী জানান।