English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৮:৩৭

আশুগঞ্জে সার উৎপাদন বন্ধ

অনলাইন ডেস্ক
আশুগঞ্জে সার উৎপাদন বন্ধ

গ্যাসের ওপর চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

আজ রোববার সকাল থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) মো. ওমর খৈয়াম জানান, দেশের চলমান গ্যাসের চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছরই গ্যাসচালিত সার কারখানাগুলো বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।

তিনি আরো জানান, প্রতি বছর সরকারি সিদ্ধান্তে প্রায় ছয় মাসের জন্য আশুগঞ্জ সার কারখানা বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ছয় মাসের জন্য কারখানাটি বন্ধ থাকবে।