English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৮:৩০

ইমরানের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ইমরানের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চাচাতো ভাই দাদাউর রহমানের (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্ত ঘেঁষা বালিয়ামারী চরপাড়ার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দাদাউর রাজীবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের আব্দুস সামাদের ছেলে। বিকেলে আব্দুস সামাদ বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্ত ঘেঁষা ওই এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দাদাউর রহমানকে নির্যাতন করে হত্যার পর মরদেহটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে তাকে কারা খুন করেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার বিকেলে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।