English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৫:৫৮

সাভারে স্কুল পুড়িয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
সাভারে স্কুল পুড়িয়েছে দুর্বৃত্তরা
সাভারের আশুলিয়ায় একটি স্কুল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় উইলসন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলটি পুড়িয়ে দেওয়া হয়।
 
স্কুলের অধ্যক্ষ মর্জিনা আক্তার জানান, শনিবার রাত আড়াইটার দিকে কে বা কারা স্কুলে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলীহান শিখা দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পানি নিয়ে আগুন নিভিয়ে ফেলে। এই  আগুনে স্কুলের ১১টি কক্ষ ও কক্ষের ভেতরে থাকা বই-পত্র এবং কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেই দুর্বৃত্তরা স্কুলটি পুড়িয়ে দিয়েছে বলে মনে করছেন অধ্যক্ষ মর্জিনা। স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবর ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, স্কুলে আগুন দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।