English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১০:৪২

লালমনিরহাটে কিশোরকে কুপিয়ে হত্যা, মা ও ভাই হাসপাতালে

লালমনিরহাট প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটে কিশোরকে কুপিয়ে হত্যা, মা ও ভাই হাসপাতালে

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে ইব্রাহিম (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মারাত্মক জখম হয়েছেন ওই কিশোরের মা ও ভাই। 

রোববার দিবাগত গভীর রাতে উপজেলার আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আমঝোল গ্রামের নান্নু মিয়ার সাথে তার প্রতিবেশী দেলোয়াররে সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে রবিবার রাতে দেলোয়ারের অনুপস্থিতে ঘাতক নান্নু মিয়া ও তার লোকজন দেলোয়ারের ছেলে ইব্রাহিম (১৪), আবুবক্কর (১১) ও তার মা ধওনি বেগমকে (৭০) কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে ঘটনা স্থলেই ইব্রাহিম হোসেনকে মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় অন্য দু'জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। 

হাতিবান্ধা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।