English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ২০:২৫

নড়াইলে ঐহিত্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
নড়াইলে ঐহিত্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড় দৌড়কে কেন্দ্র করে গ্রামীণ মেলা আয়োজন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (০১ এপ্রিল) বিকালে নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় প্রতিবারের ন্যয় এবারও ভওয়াখালী মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন তিনি নিজেই। ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ২৫ টি ঘোড়া অংশ গ্রহণ করে।

এর মধ্যে যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের ওসমান চৌধুরীর ঘোড়া প্রথম, নড়াইল সদর উপজেলার সিংগা কোমখালী গ্রামের ঘোড়া দ্বিতীয়, ফরিদপুর জেলার মধুখালী গ্রামের ঘোড়া তৃতীয় ও নড়াইল সদরের বোড়ামারা গ্রামের ঘোড়া চতুর্থ স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, মহিলা কমিশনার ইপি রাণী বিশ্বাস, সাবেক মহিলা কমিশনার নারগিস সুলতানা রোজী প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ হাশেম বিশ্বাস ওরফে ফেলান। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা এ অনুষ্ঠান উপভোগ করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।