English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ২০:২২

মার্শালআর্ট নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ কাজ শুরু

মাহাতাব উদ্দিন লালন, কুষ্টিয়া প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
মার্শালআর্ট নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ কাজ শুরু

মেহেরপুরে শুরু হল প্রথম চলচ্চিত্র নির্মাণের কাজ। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক নায়ক রুবেল অনুমোদিত মেহেরপুরের সর্ব প্রথম মার্শাল আর্টের উপরে নির্মিত চলচ্চিত্র ‘শক্তি দ্যা অরিজিনাল মার্শাল আর্ট পাওয়ার’  ছবির শুটিং ইতিমধ্যে মেহেরপুরের বিভিন্ন মনরোম লোকেশনে শুরু হয়েছে। লোকেশন গুলো হলো, মেহেরপুর সরকারী স্কুল মাঠ, কুটুম বাড়ি, পি ডাবলু ডি বিল্ডিং, ওয়াব্দা রোড, ভৈরব নদী, গভিপুর ব্রিজ ও স্কুল।

প্রথম ৪দিনে এক্সেন আর কমেডি দৃশ্যর শুটিং করা হয়েছে, এর মধ্যে এক্সেন দৃশ্য করতে গিয়ে মেহেরপুর জেলার একমাত্র মার্শাল আর্ট ক্লাব ইয়াং ড্রাগন মার্শাল আর্টের পরিচালক ও  ওস্তাদ আশরাফুল ইসলাম শুটিং দৃশ্য করতে গিয়ে গাছ থেকে পড়ে পা মুচকে সামান্য আহত হন, ফাইট করতে গিয়ে শান্তি নামে একজনের নাকে আঘাত পান, সোহেল খান নামে অন্য একজন অভিনেতা  পায়ে আঘাত পান। এই চলচ্চিত্রের উদ্যোগ কর্তা টোজেন মটর সাইকেল এক্সেনের শর্ট দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়।

শক্তি নামে চলচ্চিত্রের পরিচালক  টোজেন জানালেন, আমাদের  এত কষ্টের উদ্দেশ্য হলো চলচ্চিত্র লাভের অর্থ দিয়ে  মেহেরপুরে স্ট্রোক রোগীদের উদ্দেশ্যে  ফান্ড তৈরি করা, যাতে করে আমরা এই রোগী গুলোকে সামান্য পরিমানে হলেও সাহায্য করতে পারি । আমার উদ্দেশ্য সৎ আল্লাহ সহায এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা অব্যশই সফল হব । আমার সাথে যে শিল্পীরা  কাজ করছে তারা কেঊ শিল্পী সন্মানি নিচ্ছে না, শুধু তারা ভালো কাজে অংশ গ্রহন করছে । আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা ভাল কাজে সমর্থন দিয়ে যাচ্ছেন।

আমি মেহেরপুরে সর্ব প্রথম টিভি নাটক বিজ্ঞাপন বানাই ২০০৭ সালে, আল্লাহ সহায় থাকলে ২০১৭ সালে চলচ্চিত্র বানানোর কাজ শেষ করব,  আর মানুষের জন্য কিছু করার চেষ্টা করব । আমি এই চলচ্চিত্র বানিয়ে যদি বাণিজ্যিক ভাবে সফল হই, তাহলে পুরো টাকাটাই মানব কল্যাণে ব্যয় করতে চাই। আমার মতো যদি সবাই ছোট ছোট উদ্যোগ নেয় তাহলে মেহেরপুরের স্ট্রোক চিকিৎসাসেবার মান একদিন উন্নত হবে।  চলচ্চিত্রের কাহিনী পুরো টাই অ্যাকশন এক কথাই জিরো থেকে হিরো । আর কাহিনীতে আমরা সমাজের অন্যায়ের বিরুদ্ধে ম্যাসেজ গুলো তুলে ধরতে চাই । সমাজকে মাদক মুক্ত করার জন্য  পদক্ষেপ গুলো তুলে ধরব, আর সবাইকে জাগানোর চেষ্টা করব,আর পুরো ছবিটাই একশেন কমেডিতে ভরপুর থাকবে। চল চিত্রের সহকারি পরিচালনায় আছেন আরিফিন সোহেল, ক্যামেরা ও এডিটিঙ্গে রয়েছে আরিফ জাহান আরিফ, ফাইট ডাইরেক্টর আসরাফুল ইসলাম, স্থির চিত্রে মির শিশির, আর অভিনয়ে রয়েছে মেহেরপুরের জিম মাস্টার সুজন, মার্শাল আর্ট কিং মিজান, টোজেন, পূর্ণিমা, শান্ত, আশরাফ ওস্তাদ, নিরব, মিদুল, শিবলি, আসাদ, নিমাই,  সজীব, সবুজ, লিজন, তানজিম, ও শিশু শিল্পী অনিকা।