English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ০০:৫৯

শ্যামনগরে মাদ্রাসা সুপারকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
শ্যামনগরে মাদ্রাসা সুপারকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাবুল আক্তারকে (৪৬) কুপিয়ে হত্যা করেছে একই মাদ্রাসার নৈশ প্রহরী আবুল কালাম গাজী। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, সুপার বাবুল আক্তার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসায় আবুল কালাম গাজীকে দপ্তরি পদে চাকরি দিয়ে তাকে নৈশ প্রহরির কাজ করান। সম্প্রতি দপ্তরি পদে অন্য একজনকে নিয়োগ দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা ছুটির পর সুপারকে কুপিয়ে হত্যা করে আবুল কালাম গাজী। পুলিশ তার মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মাদ্রাসা ছুটি দিয়ে বাড়ি যাওয়ার পথে নৈশ প্রহরী আবুল কালাম গাজী মাদ্রাসা সুপার বাবুল আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর সে পালিয়ে যায়।  তাকে আটকের চেষ্টা চলছে।