English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১৯:০৮

বাগেরহাটে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। এতে আহত অারও একজন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের কালিপদ মজুমদার (৫০) ও গড়ঘাটা গ্রামের আব্দুল আজিজ ফরাজীর ছেলে রফিকুল ইসলাম (২৫)।

এদিকে আহত দিনমজুর সাইফুল শেখকে (২৫) পার্শ্ববর্তী পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, দুপুরে বৃষ্টির মধ্যে কামলা গ্রামের সায়েম শেখের কলাবাগানে ওই তিন দিনমজুর কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কালিপদ ও রফিকুল মারা যান। এসময় সাইফুল আহত হন।