English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ০৯:৩৩

যশোরে বোমা বিস্ফোরণে নিহত ২

যশোর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
যশোরে বোমা বিস্ফোরণে নিহত ২

যশোর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে নাশকতা সৃষ্টির উদ্দেশে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সবুজ (৩০) ও ইবাদুল (৩২) ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১2টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সবুজ সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আনার মোল্লার ছেলে। কাটামারি গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন। তারা হলেন- বাদশা মোল্লার ছেলে মোস্তফা (৩০), উলাদ মোল্লার ছেলে রুবেল (২১), একই গ্রামের রকি (২৮) । আহতদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মোস্তফা ও রুবেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা বোমা তৈরি করছিলেন। নিজেদের তৈরি বোমা বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটে।