English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৭:৪৯

সোহেল হত্যা: ৩৩ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক
সোহেল হত্যা: ৩৩ জনকে আসামি করে মামলা
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা করছে তার পরিবার।
 
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। সোহেলের বাবা আবু তাহের বাদী হয়ে এই মামলা করছেন। ১৩ জনের নাম উল্লেখ করে। বাকী আরও প্রায় ২০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলার এজাহার তৈরি করা হয়েছে।
 
তিনি বলেন, যাদের আসামি করা হচ্ছে, তাদের পাঁচজন পুলিশের হাতে আটক রয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির উপ-সম্পাদক সোহেল।
 
এমবিএ প্রথম সেমিস্টারের ছাত্র সোহেল সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন বলে ছাত্রলীগ নেতারা জানান।