English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৩:৩৮

নোয়াখালীতে তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কালেরকন্ঠ শুভসংঘের মানববন্ধন

সামসূল হাসান মীরন, নোয়াখালী প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীতে তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কালেরকন্ঠ শুভসংঘের মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তারে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কালের কন্ঠ শুভসংঘ নোয়াখালী শাখার সদস্যরা।

বুধবার  সকাল ১১টায় নোয়াখালী  কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুভসংঘের সদস্যরা জড়ো হতে থাকে পরে মাইজদীর প্রধান সড়কে টাউন হল মোড়ে এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে কালের কন্ঠ শুভসংঘ নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় বক্তারা কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এ সময় শুভসংঘের সদস্যরাসহ বিভিন্ন পেশা ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন লোকজন কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করেন।